শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
07 Apr 2025 03:39 am
![]() |
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ হোসাইন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন নিহতের আরও দুই বন্ধু।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পত্নীতলা -মহাদেবপুর উপজেলা সীমানা সংলগ্ন নজিপুর-মাতাজিহাট আঞ্চলিক সড়কের সরাইল নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসাইন(৩০) পোরশা উপজেলার শিশা বাজারের সাইফুল ইসলামের ছেলে।
পত্নীতলা থানা পুলিশ সূত্র জানা যায়, তিন বন্ধু মিলে ঘুরার উদ্দেশ্যে বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। পত্নীতলা এবং মহাদেবপুর থানার সীমানা সংলগ্ন সরাইল নামক স্থানে অতিরিক্ত গতির কারনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হোসাইনের মৃত্যু হয়। বাকি দুই জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আহতদের নাম পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, দূর্ঘটনার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।