বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
04 Apr 2025 03:35 pm
![]() |
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে চর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।
স্থানীয় একজন বাসিন্দা জানান,"সকালে ফজরের নামাজ শেষে মসজিদের বাইরে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। প্রথমে কাঁচামালের দোকানে আগুন লাগে, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।"
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের বিভিন্ন দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে মুদি দোকান, জুতার দোকান ও ভুষির গোডাউনের মতো ১১টি প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। তবে সৌভাগ্যবশত, এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অধিনায়ক আবু হানিফ জানান, "রাজিবপুর ও রৌমারী ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে।"
রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী সাংবাদিকদের জানান, "ইতোমধ্যে জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকবে এবং তাদের ক্ষতি কাটিয়ে উঠতে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।"
এ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। তারা দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।