বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
04 Apr 2025 07:23 pm
![]() |
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি:- আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনে বাংলাদশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম মোটরসাইকেল শোডাউন করেছে। বুধবার সকাল ১০টা থেকে প্রায় ৪৫০ মোটরসাইকেল সহ নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলার ৮টি ইউনিয়নে এই শোডাউন করা হয়।
শোডাউন চলাকালে এমপি প্রার্থী খবিরুল ইসলাম জানান,ঈদ শুভেচ্ছা বিনিময়,মাঠ পর্যায়ে জনগণকে দলে সম্পৃক্ত,দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করা এবং নির্বাচনী প্রচারনার অংশ হিসাবে এই সোডাউন বের করা হয়। উপজেলা সদরের পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় হয়ে উপজেলার খট্টেশ্বর রাণীনগর,কাশিমপুর,মিরাট গোনা,বড়গাছা,কালীগ্রাম ও একডালা এবং পারইল ইউনিয়নের প্রধান প্রধান সড়ক দিয়ে মোটরসাইকেল শোডাউন করেন। এসময় বিভিন হাট-বাজার মোড়ে মোড়ে এবং জনসমাগম এলাকায় থেমে থেমে পথসভা করনে এবং সাধারণ মানুষের সাথে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
আবাদপুকুর বাজার পথসভায় এমপি প্রার্থী খবিরুল ইসলাম বলন, দেশের শান্তি প্রতিষ্ঠায় এবং ইসলামী স্বাশন ব্যবস্থা চালু করতে বাংলাদশ জামায়াতে ইসলামীর কোন বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে ক্ষমতায় যেতে সবাইকে সার্বিক সহযোগিতা করতে অনুরোধ জানান।
মোটরসাইকেল শোডাউনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার আমির ডা: আনজির হাসন, সেক্রেটারী শামীনুর ইসলাম শামীম, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাসসহ উপজেলার ৮টি ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন ।