বুধবার, ০২ এপ্রিল, ২০২৫
04 Apr 2025 08:56 pm
![]() |
মামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী উপজেলা প্রতিনিধিঃ- পিরোজপুর ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনের সাথে অশোভনীয় আচরণের লিখিত অভিযোগ পাওয়া গেছে তমা ঘরামি নামের এক মিডওয়াইফ এর বিরুদ্ধে।
ইন্দুরকানী সরকারি কলেজের হিসাব রক্ষক শিকদার মোঃ রেজাউল কবীর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (আর এম ও) বরাবর ৩১ মার্চ সোমবার সন্ধ্যায় এই লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত তমা ঘরামি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ হিসাবে কর্মরত রয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ সোমবার বিকেল আনুমানিক ৪ টার দিকে অভিযোগকারির ভায়রা মোঃ জামাল উদ্দিন (৪৫) ডায়রিয়া আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওইখানে কর্তব্যরত চিকিৎসক রুগীকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিলে ভায়রা জামাল উদ্দিনকে ভর্তি করান শিকদার মোঃ রেজাউল কবীর।
পরে রোগীকে ভর্তি করানোর জন্য ডাক্তারের দেওয়া ব্যবস্থাপত্র নিয়ে নার্সের কক্ষে গেলে মিডওয়াইফ তমা ঘরামির বাচ্চাকে টেবিলের উপর ঘুমানো অবস্থায় দেখা গেলেও ডিউটিতে থাকা সেখানে কোনো নার্স দেখতে না পেয়ে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেন রেজাউল কবীর। ৩০ মিনিট পরে ডিউটিতে থাকা মিডওয়াইফ তমা ঘরামি নার্স কক্ষে প্রবেশ করলে তখন ব্যাবস্থাপত্র নিয়ে নার্সের কক্ষে গিয়ে তার সামনে থাকা চেয়ারে বসেন শিকদার মো রেজাউল কবীর, কিন্তু চেয়ারে বসতেই মিডওয়াইফ তমা ঘরামি রাগান্বিত হয়ে চেয়ার থেকে উঠতে বলেন এবং পাশে রাখা টুলে গিয়ে বসতে বলেন। তাছাড়া তিনি চেয়ারে কেনো বসলেন এটা নিয়েও প্রশ্ন করেন। তখন সাথে থাকা এক ব্যক্তি বলে উঠেন তমা ঘরামি কে যে আপনি ওনাকে চিনলে এরকম ব্যবহার করতেন না তখম তমা ঘরামি বলে উঠেন সে যেই হোক না কেনো তাকে চেয়ারে বসতে কে বলেছে।
অভিযোগকারী শিকদার মোঃ রেজাউল কবীর বলেন, আমি ডাক্তারের দেওয়া ব্যবস্থাপত্র নিয়ে নার্সের কক্ষে এসে দেখি নার্সের বাচ্চা টেবিলের উপরে ঘুমাচ্ছে কিন্তু কোনো নার্স নেই আমি ৩০ মিনিট অপেক্ষা করার পর মিডওয়াইফ তমা ঘরামি আসেন তখন আমি আমার হাতে থাকে ব্যবস্থাপত্র নিয়ে তার সামনে থাকা চেয়ারে আমাকে রাগান্বিত ভাবে চেয়ার থেকে উঠে যেতে বলেন এবং আমি চেয়ারে কেনো বসলাম এটা নিয়ে আমাকে নানান ধরনের কথা বলেন। তমা ঘরামি আমাকে সকলের সামনে অপমান করেছে আমি এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছি ভবিষ্যতে যাতে রোগী বা রোগীর স্বজনের সাথে কোনো নার্স এরকম আচরণ না করে তার একটি সুবিচার চাই।
এদিকে অভিযুক্ত মিডওয়াইফ তমা ঘরামির কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তাকে তেমন কিছুই বলিনি শুধু চেয়ার থেকে উঠে পাসের টুলে বসতে বলেছি তাছাড়া আর কিছুই নয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আর এম ও) ডাঃ রঞ্জিত কুমার বলেন, মিডওয়াইফ তমা ঘরামির বিরুদ্ধে রোগীর স্বজনের সাথে অসদাচরণ করেছে বলে একটি লিখিত অভিযোগ পেয়েছি।বিষয়টি আমার কর্তৃপক্ষকে জানাবো তদন্ত করে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।