সোমবার, ৩১ মার্চ, ২০২৫
01 Apr 2025 10:45 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে কয়েকটি পরিবার।প্রচলিত নিয়মানুসারে এলাকায় একদিন আগেই ঈদ পালন করায় স্থানীয়দের মাঝে আলোচনা সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া দেখা
দিয়েছে।
রবিরার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় জেলার আহলে হাদিস অনুসারি মুসল্লিরা উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ায় নামাজ আদায় করেন।
ঈদের নামাজে খুৎবা পাঠ ও ইমামতি করেন হাফেজ মোহাম্মদ ওমর ফারুক।
সকাল থেকেই পলাশবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে তালুক ঘোড়াবান্ধা মধ্যপাড়ায় জড়ো হতে থাকেন মুসল্লিরা। পরে তারা স্থানীয় একটি প্রতিষ্ঠানের ছাদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। পাশে নারীদের জন্যেও নামাজের ব্যবস্থা করা হয়। সেখানে ৮-১০ জন নারী ঈদের নামাজ আদায় করেন।
ঈদের জামাতে জেলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শিশুসহ ৪০-৫০ জন মুসল্লি ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।
নামাজে আসা তালুকঘোড়াবান্ধা গ্রামের মুসা মিয়া (১৯) ও সোলায়মান (৪৫) বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়তেই আজ সকালে এখানে এসেছি।সবাই মিলে ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম।এভাবেই দীর্ঘ ১০ বছর ধরে ঈদ করে আসছি।
একই গ্রামের মোস্তফা বলেন, আমাদের গ্রামের ১০-১২টি পরিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছি।
এদিকে, একদিন আগে ঈদ উদযাপনে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্য পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।