রবিবার, ৩০ মার্চ, ২০২৫
02 Apr 2025 06:41 pm
![]() |
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি ঃইন্দুরকানী ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানে মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়।শনিবার ২৯ শে মার্চ ২৮ শে রমজান মানুষের ভিড় দেখা যায়।ইন্দুরকানী এস,আর প্লাজা হক সুপার মার্কেট শরীফ মার্কেট মানিকমিয়া মার্কেট ভাই ভাই সুপার মার্কেট মানুষের ভিড় লক্ষ করা যায়।
শিরিন বেগম জানান,বিগত বছরে আমরা ঈদুল ফিতর পালন করতে পারেনি।এবছরে জিনিস পএের দাম বেশি তারপরে ও এবছর কাপড়চোপড় ছেলে মেয়েদের সঠিক ভাবে কেনাকাটা করতে পারছি।
কয়েকজন দোকানদার বলেন,এ বছর মানুষের ভিড় থাকলে ও কেনাবেচাকম,কারন মানুষের কাছে টাকা নেই।গত বছর কেনাবেচা বেশি ছিল।