রবিবার, ৩০ মার্চ, ২০২৫
01 Apr 2025 11:30 am
![]() |
ভোলা প্রতিনিধি:- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল মুসলিম উম্মাহ’র প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে সমাজ সেবক ও শ্যামলী ডক্টরস কেয়ার হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর কবির হোসেন ফারুক।
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৬নং ওয়ার্ডের কৃতি সন্তান কবির হোসেন ফারুক বলেন – বছর ঘুরে দীর্ঘ ১১ টি মাস অতিক্রম করে আমাদের জন্য আল্লাহ বরকতময় মাস রমজান উপহার দিয়েছেন। তার সাথে সেই উপহারের মধ্যে অনেক ত্যাগের শিক্ষা আমরা পাই। সেই শিক্ষাকে কাজে লাগানো আমাদের উচিত। আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন চলার একমাত্র শিক্ষার জায়গায় পবিত্র রমজান মাস। আর এই মাসের শেষ ফলাফল একটি আনন্দ। যার নাম ‘ঈদ”।
তিনি আরও বলেন – আমরা রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ঈদের আনন্দ যেন একে অন্যের সাথে ভাগাভাগি করে নিতে পারি। সকল হিংসা বিদ্বেষ ভূলে আমাদের মধ্যে জাগ্রত হোক একটি সুন্দর জীবন এ প্রত্যাশা করেন তিনি।