রবিবার, ৩০ মার্চ, ২০২৫
02 Apr 2025 06:20 pm
![]() |
এস আই সুমন বগুড়া:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেনায় শনিবার বিকালে বগুড়া সদরের গোকুল বেহুলা বাসর ঘর (মেধ) অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সদর উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা নিশা হাসান সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ঈদ সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সোহাগ,সদর উপজেলা ম্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ,জেলা শ্রমিকদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সদর উপজেলা বিএনপির ধর্মীয় সম্পাদক ছামসুল আলম মোল্লা,সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম টিটু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জিএম রহমান,জাহিদ হাসান মানিক,ইউনিয়ন মহিলা দল নেত্রী শিউলী বেগম,আইভি চৌধুরী, রাব্বী হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতি,সাবেক ছাত্রনেতা নিশা হাসান সুমন বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়নের সকলকে কাজ করতে হবে।এবং জন কল্যাণ কাজে প্রতিটি নেতাকর্মীদের নিরলস শ্রমের মাধ্যমে জন সম্পৃক্ততা বাড়াতে হবে,পরিশেষে তিনি সাবেক ৩বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ জিয়া পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম।