শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
02 Apr 2025 06:22 am
![]() |
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
শেরপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে উত্তরবঙ্গ মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ২৫টি অসহায় গরিব পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা উত্তরবঙ্গ মানবিক ফাউন্ডেশনের কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন, অত্র ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম, জাকির হোসেন, আব্দুল মজিদ, আশরাফুল আলম, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহের, রাজু মিয়া, আনিছুর রহমান, সুমন হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে গরুর মাংস, সয়াবিন তৈল, পোলার চাল, চিনি, লাচ্চা, লবন, ১টি শাড়ি। এ সময় উপকার ভোগীরা বলেন, আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজন কারো কাছে চাইতে পারি না। উত্তরবঙ্গ মানবিক ফাউন্ডেশনের এমন উদ্যোগে আমরা পরিবার নিয়ে ভালোভাবে আনন্দের সাথে ঈদ করতে পারবো।