শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
31 Mar 2025 06:31 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদ কার্ড বের করেছে বাংলা একাডেমি। সংস্থাটির মহাপরিচালক স্বাক্ষরিত ওই কার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শেয়ার করা হয়েছে। এতে বাংলা একাডেমি ‘ঈদ’ বানানটি ব্যবহার করেছে।
এরপরই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে, তাহলে কি বাংলা একাডেমি ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে?
এই আলোচনা আরো বাড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুকের একটি পোস্ট।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে বলা হয়েছে, ‘বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমি—‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফেরার ঐতিহাসিক সিদ্ধান্ত।’
বাংলা একাডেমির পক্ষ থেকে মহাপরিচালকের ঈদ শুভেচ্ছার ঈদ কার্ডে ব্যবহার করা হয়েছে ‘ঈদ মোবারক’। এই কার্ডটিও বৃহস্পতিবার বাংলা একাডেমির ফেসবুকে পেজে পোস্ট করা হয়েছে। যাতে সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমের স্বাক্ষর রয়েছে।
এ বিষয়ে ড. মোহাম্মদ আজম জানান, ‘ঈদ’ বানানের মতো বিতর্কিত কিছু শব্দের পরিবর্তন নিয়ে কাজ করছে বাংলা একাডেমি। একটি কমিটি এরই মধ্যে কাজ করছে, সেটি রিফর্ম করে ঈদের পর আরেকটি কমিটি করা হবে। এরপর কমিটির সুপারিশে বাংলা একাডেমির অভিধানে নতুন সংস্করণে এসব পরিবর্তন আনা হবে।
কালের কণ্ঠ