শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
31 Mar 2025 07:25 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেলগাইবান্ধাঃ-গাইবান্ধার পলাশবাড়ী থানার আওতাধীন ঈদ উপলক্ষে প্রায় ২০ টি পয়েন্ট সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন পলাশবাড়ীর পৌর শহরের প্রাণ কেন্দ্র।
পূর্বেও সিসি ক্যামেরা থাকলেও তা ছিলো অকৃতকার্য।পলাশবাড়ী থানার আওতাধীন পূর্বেও ছিলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারি জন্য একাধিক সিসি ক্যামেরা কিন্তু এই ক্যামেরা স্থাপনের পর থেকেই তেমন কোন কাজে আসেনি, ক্যামেরা গুলো নিম্নমানের রেজুলেশন ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় সময় ছিলো অকেজো, বিগত সময় থানার সম্মুখে একাধিক বার চুরি সংগঠিত হলে চোরকে সনাক্তকরণের জন্য থানার সিসি টিভি চেক করা হলে ক্যামেরার রেজুলেশন কম থাকায় চোরকে সনাক্ত করা যায়নি এবং দ্বিতীয় বার চুরি সংগঠিত হলে আবারও থানায় চোরকে সনাক্তকরণের জন্য গেলে যানাযায় ক্যামেরা নষ্ট। তাই স্থানীয় জনসাধারণ মনে করেন পূর্বের ভূল থেকে অবিজ্ঞতা নিয়ে এবারের সিসিটিভির কাজ গুলো আরো জনগুরুত্বপূর্ণ ভাবে টেকসই ভুমিকা রাখবেন পাশাপাশি ক্যামেরার সংখ্যা আরো বারিয়ে স্কুল কলেজের মোরেও বসানোর দাবি অভিভাবকদের,সর্বপরি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুনরায় সিসিটিভি স্থাপনের জন্য জেলার পুলিশ সুপার ও থানা অফিসার ইনচার্জ এর প্রশাংসা করেন স্থানীয় জনসাধারণ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্ট বলেন পূর্বের যে কোন সময়ের চেয়ে এ ঈদে মানুষ ভোগান্তি হবে না।নিরাপত্তার জন্য পৌর শহরে ২০ সিসি ক্যামরা দ্বারা থানা থেকে নিয়ন্ত্রণ করা হবে।টহল টিম জোরদার করা হয়েছে ২৪ ঘন্টাই শহরে পুলিশ সেনাবাহীনিসহ সব বাহিনী মাঠে কাজ করবেন।