শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
31 Mar 2025 06:29 am
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:- ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলনের আহ্বায়ক ও ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন পীর সাহেব বি বাড়ীয়া বলেছেন, "ফিলিস্তিনের ইসরাইলি দখলদার সন্ত্রাসীদেরকে সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।"
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি দখলদার সন্ত্রাসী বাহিনীর গণহত্যার প্রতিবাদে 'আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন' আয়োজিত বাইতুল মোকাররমের উত্তর গেইট থেকে প্রেসক্লাবে পরিচালিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
তিনি বলেন, "এই জন্য প্রয়োজন মুসলিম বিশ্বের শীষাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ প্রতিরোধ ক্ষমতা। মুসলিম বিশ্বের প্রতিটি দেশকে সর্বোচ্চ অর্থনৈতিক, সামরিক ও ঈমান-আমলের উন্নয়নের জন্য কাজ করতে হবে। যেহেতু মহান আল্লাহ বলেছেন, 'তোমরা ভীত হয়ো না ও চিন্তিত হয়ো না - তোমরাই বিজয়ী হবে - যদি তোমরা ঈমানদার হও।' অর্থনৈতিক উন্নয়নের জন্য মুসলমানদেরকে অবশ্যই নিজস্ব পণ্য উৎপাদন উৎপাদন, ব্যবহার ও বিক্রয় করতে হবে এবং ইসরাইলি, ভারতীয় ও কাদিয়ানীসহ সকল শত্রু পণ্য বর্জন করতে হবে।"
তিনি বলেন,"আমরা সুখাদ্য খেলেও ফিলিস্তিনিদেরকে ঘাস খেতে হয়।আমরা পানিতে গোসল করলেও তাদেরকে রক্তে গোসল করতে হয়।"
আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলনের প্রধান উপদেষ্টা,ইসলামী ঐক্যজোটের সহযোগী ও মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশ এর সমন্বয়কারী মুহিব্বুল উম্মাহ মুহাম্মদ হারুনুর রশিদ খান ইয়ামীনি বলেছেন,"ফিলিস্তিনের গাজায় ইসরাইলের সন্ত্রাসী হামলায় ২০২৩ সালের অক্টোবর হতে ২০২৫ সাল পর্যন্ত ৫০০০ এর অধিক ফিলিস্তিনী শহীদ হয়েছেন এবং দেড় লাখের ও অধিক আহত হয়েছেন। গাজায় ৮৫ শতাংশ ফিলিস্তিনী বাস্তুচ্যুত এবং খাদ্য ও পানির তীব্র সংকটে পতিত।আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে অভিযুক্ত ইসরাইলকে দমন করতে সোচ্চার হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী বুদ্ধিজীবী ফ্রন্টের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবদুল হান্নান হাদী, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এড. আজহারুল ইসলাম, জাগপার সভাপতিমণ্ডলীর সদস্য আসাদুর রহমান খান, মুসলিম সমাজের সভাপতি মাসুদ হোসাইন, সুশীল ফোরামের সভাপতি মোহাম্মদ জাহিদ,জাস্টিস পার্টির চেয়ারম্যান এড: আবুল কাসেম মজুমদার, লেবার পার্টির যুগ্ম মহাসচিব হোমায়ুন কবীর, মাওলানা ইউসুফ খান, মোস্তফা আল ইহযায প্রমূখ।
বার্তা প্রেরক, (মাওলানা মুহাম্মদ ইলিয়াস আতহারী) সদস্য সচিব আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন