বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
30 Mar 2025 09:09 am
![]() |
জুবায়ের আহমেদ,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ- হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় তাবলীগ জামাতের দুই জন সদস্য নিহত হয়েছেন,এসময় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরো এক জন।
ঘটনাটি ঘটেছে ২৬ মার্চ বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আদিত্যপুরে।
নিহত ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মোঃ মারুফ (৩৮) ও জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫)এসময় আহত হয়েছেন টাঙ্গাইল জেলা সদর এলাকার আল মামুন (৬৫) ও বাহুবল উপজেলার মানিকা বাজারের মঞ্জুব উল্যার ছেলে অটোরিকশা চালক বাচ্চু মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাবলীগ জামাতের ১২ জন সদস্য উপজেলার চলিতাতলা জামে মসজিদ থেকে আদিত্যপুর জামে মসজিদে যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা হন।তাদের মধ্যে তিন জনকে সকলে আসবাবপত্র নিয়ে একটি অটোরিকশা দিয়ে পাঠানো হয় আদিত্যপুর।
এসময় অটোরিকশাটি মহাসড়কের আদিত্যপুর পৌছে রাস্তা ক্রসিং করার সময় সিলেট গামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে দুই জন নিহত ও আরো দুই জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন এবং আহতদের চিকিৎসা দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং বাহুবল ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করা হয়।
দূর্ঘটানায় কবলিত ট্রাক ও অটোরিকশা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নেয়া হয়েছে।