বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
30 Mar 2025 08:35 am
![]() |
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি :- অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অজ্ঞান অবস্থায় নওগাঁয় ৬জনকে উদ্ধার করেছে পুলিশ। তারা হেমায়েতপুর থেকে ট্রাকে করে বাড়ী ফিরছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বরুনকান্দি এলাকা থেকে অজ্ঞান অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে । উদ্ধারের পর তাদেরকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। তবে এখনো তাদের জ্ঞান না ফেরায় নাম-পরিচয় জানা যায়নি।
নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরের বাইপাস এলাকার বরুনকান্দি এলাকার একটি ফিলিং স্টেশনের পাশ থেকে ৬জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬জনের মধ্যে ১ জনের সাথে কথা বলতে পেরেছি। তিনি অস্পষ্টভাবে জানান তারা হেমায়েতপুর থেকে ট্রাকে উঠে বাড়ি ফিরছিলেন। এরপর তাদের কলা পানি আর রুটি খাওয়ানো হয়েছে। এর বেশি তিনি কিছু বলতে পারেনি। তবে ধারনা করা হচ্ছে এরা সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।
তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। শহরের এবং শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে।
২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: মো: আবু জার গাফফার বলেন, হাসপাতালে আসার পরে তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক তাদের দেখাশোনা করছেন।