বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
30 Mar 2025 09:04 am
![]() |
জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ- সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিলো শহীদ স্মৃতিম্ভে পুস্পমাল্য অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তেলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দোয়া মোনাজাত ও আলোচনা সভা।বুধবার ২৬ মার্চ থানায় ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,উপজেলা জিরো পয়েন্ট প্রাঙ্গণের শহীদ স্মৃতি স্ম্ভেত উপজেলা প্রশাসন,বিএনপি,মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ,সরকারী কলেজ, পল্লীবিদ্যুৎ,বিভিন্ন সরকারী ও বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান,সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্তবক অর্পণ করেছে।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ ও বীরমুক্তিযোদ্ধা গণ।