বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
30 Mar 2025 09:40 am
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর) প্রতিবেদক:-মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার অসীম কুমার মারাক। ভারতের বিএসএফ প্রতিরাম ৭৯ ব্যাটালিয়নের এসি রহিত শর্মা ও ১৫১ ব্যাটালিয়নের ইনস্পেকটর (কম্পারি কমান্ডার) অতুল প্রসাদের হাতে ৪ প্যাকেট মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় তাদের পক্ষথেকেও বিজিবিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিজির পক্ষে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নায়েব সুবেদার আবুল কালাম ও নায়েব সুবেদকর এনামূল হক হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক জানান, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি।এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়।এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু'বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমি আশা করি।