বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
01 Apr 2025 10:40 am
![]() |
প্রস্তাবিত সৈয়দ আহম্মেদ কলেজ সিএনজি চালক সমবায় সমিতি লিঃ এর সদস্যদের মাঝে ঈদ বোনাস হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ স্ট্যান্ড সংগঠন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোনাফ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কার্যকরি সভাপতি শাজাহান, সহ-সভাপতি সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক স¤্রাট শাহজাহান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ রায়হান, ক্রীড়া সম্পাদক সাজেদুর রহমান পলাশ, সড়ক সম্পাদক মাহফুজার রহমান, কার্যকরি সদস্য আব্দুল খালেক, মোঃ নিজাম, রিপন, মহিদুল ও জালাল।
অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা বলেন, ২০১৬ সাল থেকে সংগঠনটি যাত্রা শুরু করে। প্রতি বছর সমিতির পক্ষ থেকে ঈদের সম আনন্দ ভাগাভাগি করতে চালকের বোনাস হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।এরইধারাবাহিকতায় এবার এক হাজার ৫০০টাকা করে প্রায় দুই শতাধিক চালকের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আগামীতে আরো বড় পরিসরে চালকদের সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।