সোমবার, ২৪ মার্চ, ২০২৫
26 Mar 2025 11:16 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে ঈদুল ফিতরের আগে ও পরে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। কারণ হিসাবে মনে করা হচ্ছে এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক ফোরলেন সড়কের পলাশবাড়ীতে ফ্লাইওভার এর কাজ সম্পন্ন না হওয়া, পাশাপাশি পোস্ট অফিসের সামনে রাস্তা সংলগ্ন বাস কাউন্টার স্থাপন,গাইবান্ধা স্টান্ড এ রংপুর গাইবান্ধা পারাপারের সরকারের অধিগ্রহণ কৃত জায়গা পুরোপুরি বেদখল করে দোকানপাট স্থাপন সহ হাইওয়ে রাস্তা ঘেঁষে দোকান স্থাপন মুল কারণ হিসাবে মনে করেন স্থানীয় সচেতন জনসাধারণ ও গণমাধ্যম কর্মীরা। যেসব কারণে যানজট হতে পারে তা পূর্বেই দ্রুত সনাক্ত করে সংশ্লিষ্ট কতৃপক্ষকে টেকসই ভাবে বাস্তবায়ন করার জোর দাবি জানান স্থানীয় জনসাধারণ।
এ বিষয়ে পলাশবাড়ী সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল ইয়াসা রহমান তাপাদার বলেন,ওসি ও মটর শ্রমিক সভাপতি ও সুধিজনের সঙে কথা হয়েছে এবং তাদের নিয়ে রাস্তা পরিদর্শন করা হয়েছে যত দ্রুত রাস্তার উপর ফুটপাতের দোকান সরানো হবে, অটো,টেম্পু,সিনজি, অটো রিক্সা যেন যতাততো অপরিকল্পিত ভাবে দাঁড়াতে না পারে সেদিকে বিশেষ নজর থাকবে।গাইবান্ধা বাস মিনিবাস মাইক্রোবাস সভাপতি মোশফেকুর রহমান রিপন বলেন,আমি শ্রমিক ও মালিকদের সঙে বৈঠাক করেছি তারা জানিয়েছেন ঈদ ও ঈদ পরবত্তী সময় চৌমাথায় ও চৌমাথার আশপাশ অপরিকল্পিত ভাবে যাত্রী উঠা নামা করবেন না। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টু বলেন,আজ থেকে ঈদ পরবত্তী সময় থানা পুলিশের একাধীক টিম যানজোট নিরাশনের জন্য নিরালস ভাবে দিন রাত চৌমাথা সহ চিহ্নিত যানজোট এলাকায় টউল থাকবে। যানজোটের নিরাশন জিরো টলারে রাখবে পলাশবাড়ী।