সোমবার, ২৪ মার্চ, ২০২৫
25 Mar 2025 11:47 pm
![]() |
চাঁদপুর প্রতিনিধি;- বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে অটোরিক্সা ও টিন বিতরণ করা হয়েছে। গতকাল ২৩ মার্চ রবিবার দুপুরে শহরের মিশন রোড়ে এই অটোরিকশা ও টিন বিতরণ আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি বলেন, আমরা এমন একটা দেশে বাস করছি, যে দেশে কোন সম্পদের অভাব নেই। শুধু অভাব হলো ভালো মানুষের।আজকে যারা চাটুকার শোষণ কারী তাদের কাছেই জনগণের সম্পদ গুলো লুট হয়ে যায়। আমরা এসব থেকে মুক্ত হতে চাই। অনেকেই বলে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির এতো প্রোগ্রাম টাকা পায় কই। আমরা বলতে চাই আমরা আমাদের টাকা দিয়ে প্রোগ্রাম করি। আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা দিয়ে প্রোগ্রাম করি।
চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাড.শাহজাহান খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সেক্রেটারী বেলয়েত হোসেন শেখ, সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা মোক্তার হোসেন।