রবিবার, ২৩ মার্চ, ২০২৫
25 Mar 2025 07:09 pm
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার গভীর রাতে বগুড়ার কাহালুর মুরইল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে।
পুড়ে যাওয়া দোকানঘরগুলো হলো রব্বানীর মুদির দোকান, রুবেলের কস্মেটিক দোকান, সজীবের ডেকোরেটরের দোকান, মাসুদের মুদির দোকান, নিতানের কস্মেটিক দোকান ও উজ্জলের ফেক্রি লোডের দোকান। খবর পেয়ে রাতেই কাহালু থানা পুলিশ ও কাহালু ফারায় সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। ফলে আশে পাশের দোকান ঘরগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
কাহালু ফারায় সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সবুজ হোসেন জানান, বিদ্যুৎতের শট সার্কিট হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।