শনিবার, ২২ মার্চ, ২০২৫
22 Mar 2025 09:01 am
![]() |
বগুড়ায় স্ট্রান্ডেড পিপুল’স জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে শহরের কলোনী চিটাগাং চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসপিজিআরসি বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন আতিকুর রহমান মিঠু।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ ওমর ফারুক, মোঃ আফজাল,সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আসগর, প্রচার সম্পাদক আফরোজ আলম, দপ্তর সম্পাদক হাসনাইন,কার্যকরি সদস্য মোঃ তাসাউয়াদ, ইব্রার আলী ভূট্টু, মোঃ রুস্তম, মোঃ কালাম, মোঃ পারভেজ, সাংবাদিক কামাল শেখ, মোঃ শাহিন আলম, নাইমুল ইসলাম,বার্তা সম্পাদক কামরুজ্জামান বুলু, অফিস সহকারি মোঃ আইনূলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান আলোচকের বক্তব্যে লায়ন আতিকুর রহমান মিঠু বলেন, এসপিজিআরসি উর্দূভার্ষী জনগোষ্ঠীদের প্রাণের সংগঠন। সকলের ঐক্যবদ্ধতায় এই সংগঠন আরো শক্তিশালী হবে। এসপিজিআরসি সব সময় উর্দূভাষী অসহায় জনগোষ্ঠীদের পাশে দাঁড়ায়। দীর্ঘদিন ধরে সংগঠনটি বগুড়ায় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে।আগামী দিনেও কাজ করবে। এসময় তিনি সংগঠনের সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে একই পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান।
ইফতার পূর্বে এসপিজিআরসি’র প্রধান পৃষ্ঠাপোষক আলহাজ¦ এম নাসিম খান (রাঃ) এর রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়।