শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
22 Mar 2025 02:35 am
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর) প্রতিবেদক:-দিনাজপুরের হিলিতে আউশধানের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে প্রান্তিক পর্যায়ের ৩শ কৃষক কৃষানীর মাঝে বিনামুল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক বিতরন করা হয়েছে। কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা কৃষক প্রশিক্ষন হলরুমে তাদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মাঝে এসব তুলে দেন। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরন করা হয়। সেই সাথে কিভাবে এসব বীজ রোপন ও রক্ষনাবেক্ষন করতে হবে সেই সর্ম্পকে অবগত করেন কৃষি কর্মকর্তা।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসের ভেটিরিনারি সার্জন ডা.মোনতাসির মামুন, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার মাহেবুর রহমান হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকে।