শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
22 Mar 2025 02:32 am
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:-p আজ ২০ মার্চ বুধবার সকাল ১১ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পটুয়াখালী জেলা কমিটির উদ্যোগে গাজায় ইসরায়েলি গনহত্যার প্রতিবাদে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি কমরেড কাওসার হোসেন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কমরেড ইমরান খান ও জেলা কমিটির নেতৃবৃন্দের মধ্য কমরেড রাশেদুজ্জামান স্বপন, কমরেড নজরুল ইসলাম, কমরেড ইমরান হোসেন, কমরেড কাওসার ইসলাম, কমরেড আবু তালেব, কমরেড ইমতিয়াজ হোসেন, কমরেড মাহমুদ হাসান রানা, কমরেড এম সালমান প্রমূখ।
বক্তব্য নেতৃবৃন্দ বলেন, যুদ্ধবিরতির বিধান লংঘন করে গাজায় ইসরায়েলি সেনারা আবারও নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছে যাহা আন্তর্জাতিক আইনের লংঘন ১৭ মার্চ রাত থেকে ইসরায়েলি বাহিনীর দ্বারা সংঘটিত এই মানবতা বিরোধী অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মদদেই ইসরায়েলি সেনাবাহিনী গাজায় গনহত্যা শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে পরামর্শ করেই এ বর্বর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মধ্যরাতের পরে ঘুমন্ত গাজাবাসীর ওপর এই হামলায় অন্তত ৪০৪ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। গাজার দক্ষিণের খান ইউনিস ও রাফা, উত্তরের গাজা নগর এবং মধ্যাঞ্চলের দেইর আল-বালাহসহ গাজার প্রায় সব জায়গায় যুদ্ধবিমান ও ড্রোন থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। যা শতাব্দীর অন্যতম জঘন্য হত্যাকাণ্ড।
নেতৃবৃন্দ আরো বলেন, প্রধানত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি করে। আবার সেই যুক্তরাষ্ট্রেরই পরামর্শে যুদ্ধবিরতি লংঘন করানো এক ব্যাপকতর হামলা চালায় প্রতারণাই যে সাম্রাজ্যবাদের মূল বৈশিষ্ট্য তা আবারও প্রমাণিত হলো।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলা বন্ধ, যুদ্ধবিরতি কার্যকর করা, বন্দি মুক্তি এবং গাজায় ত্রাণ সাহায্য আরো জোরদার করার জন্য জাতিসংঘ কাছে আহবান জানান এবং মানবতাবাদী বিশ্ব বিবেকের কাছে সাহায্যে নিয়ে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহবান জানান।
বার্তা প্রেরক,কমরেড হাসান রানা,দপ্তর সম্পাদক,পটুয়াখালী জেলা কমিটি,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)