বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
20 Mar 2025 02:55 pm
![]() |
কবির হোসেন মিজি:- চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নে জেলেদের মাঝে চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে ।এমনকি প্রতি জেলে থেকে খরচের কথা বলে ১০০ টাকা করে উত্তলন করার অভিযোগ উঠেছে । গতকাল ১৯ মার্চ বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদে গিয়ে একাধিক জেলের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া যায়।
জানাযায়, এই ইউনিয়নে মোট জেলে ৫৪৬ জন। এর মধ্যে মোট বরাদ্দ পায় ৫৪০ জনের।সেই হিসেবে প্রতি জেলেকে ৭৮ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত হয়।কিন্তু চাল দেওয়া হয় ৭৩ থেকে ৭৪ কেজি করে। শুধু চাল কম দেওয়াই নয় এমনকি প্রতি জেলে থেকে মেম্বারদের মাধ্যমে ১০০ টাকা করে উত্তলন করা হয়েছে। অথ্যাৎ ৫৪৬ জন জেলের কাছ থেকে মোট ৫৪ হাজার ৬ শত টাকা উত্তলন করা হয়।জানাযায়, এসব অনিয়মের মূল মূল কারিগর ঐ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ শহিদুল।গণমাধ্যম কর্মীরা বিতরণের সময় উপস্থিত হইলে চালের পরিমাণ কিছুটা বাড়িয়ে দেয়। উক্ত ইউনিয়নে ট্যাগ অফিসার সদর উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মিজানুর রহমান দায়িত্বে থাকলে ও চাল বিতরণের সময় তাকে পাওয়া যায়নি।
ইউনিয়নের কয়েকজন জেলে জানায়, আমাদেরকে ৭৩ কেজি করে চাল দিচ্ছে। আমাদের কাছ থেকে মুনির মেম্বার ১০০ টাকা করে নিয়েছে।সবার কাছ থেকেই মেম্বারের মাধ্যমে ১০০ টাকা করে নেওয়ার কথা জানান তারা। এমনকি সচিবের সামনেও জেলেরা অভিযোগ করেন তাদের কাছ থেকে ১০০ টাকা করে খরচের টাকা নিয়েছেন মেম্বারদের মাধ্যমে।
ইউপি সচিব শহিদুল বলেন, আমরা কোন চাল কম দেইনি।তবে তিনি প্রথমে বলেন ট্যাগ অফিসার নামাজে গেছে পরে আবার বলেন কোথায় গেছেন জানিনা।আমি মেম্বারদেরকেও কোন টাকা নিতে বলিনি।
ট্যাগ অফিসার উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মিজানুর রহমান মুঠোফোনে জানান,আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ চাল কম দেওয়া হয়নি। আপনারা প্রশাসকের বক্তব্য নেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসারের মোবাইলে একাধিক বার কল দিয়ে ও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।