রবিবার, ১৬ মার্চ, ২০২৫
17 Mar 2025 02:57 am
![]() |
এসএস সিরাজ বগুড়া:- পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল প্রতিষ্ঠানের অডিটরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ কাজী মুহ. মুন্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও পুলিশ সুপার বগুড়া মো.জেদান আল মুসা পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সিয়াম সাধনার মধ্য দিয়ে একজন মুসলিম প্রকৃত পক্ষে নিজেকে খাঁটি মোমিন বান্দা হিসেবে আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হন।”এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন মহান আল্লাহ তায়ালার দরবারে নিজেকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করার জন্য সর্বদা সচেষ্ট থাকতে পারি।মহান আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মো. মোতাহার হোসেন, পুলিশ সুপার, বগুড়া (সিআইডি), প্রতিষ্ঠানের প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, মোস্তফা মঞ্জুর, গভর্নিং বডির অভিভাবক সদস্য প্রফেসর ডা. মো. শাহজাহান আলী, ইফতার মাহফিলের আহŸায়ক মাওলানা মো. আব্দুর রাজ্জাক, শিক্ষক প্রতিনিধি (কলেজ) মো. হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি (স্কুল) মো. মইনুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক মো. আব্দুল হামিদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মো. আবু তাহের, মাওলানা মোহাম্মদ মোস্তাকিম হোসাইন প্রমুখ। সকল মুসলমানের সংহতি কামনায় ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইব্রাহিম হোসাইন।