রবিবার, ১৬ মার্চ, ২০২৫
17 Mar 2025 03:34 am
![]() |
এসএস সিরাজ বগুড়া:- শনিবার বগুড়া শহরের শাকপালায় বগুড়া সিটি আইডিয়াল মাদরাসা মিলনায়তনে আমেনা কাবিল ফাউন্ডেশন আয়োজিত বৃত্তির নগদ অর্থ ক্রেষ্ট ও সনদ বিতরণ কার্যক্রম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য গোলাম রব্বানী।
বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, অধ্যক্ষ আবদুল মান্নান, উপাধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ, মাওলানা আবদুল জলিল। মাওলানা এনামুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ জাকারিয়া হোসাইন ,উপাধ্যক্ষ জোনায়েদ আহমদ,মাওলানা সামিউল ইসলাম, মাওলানা আল আমিন প্রমুখ। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা,ক্রেষ্ট ও সনদ হস্তান্তর করেন। এ বছর মোট ৩৫৭ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ৯১ জন বৃত্তিপ্রাপ্ত হয়।