শনিবার, ১৫ মার্চ, ২০২৫
15 Mar 2025 05:22 pm
![]() |
মোরশেদুল ইসলাম রবি বগুড়া:- ৫ বছরের মরিয়মও ছার পেলো না পশুর হাত থেকে।গতকাল ১৩ই মার্চ মরিয়মের মা মরিয়ম কে রেখে কাজ করতে গিয়েছিলো ঠিক ঐ সময় টা কে কাজে লাগিয়ে মরিয়ম ও তার সাথে আরও একটি ছোট মেয়েকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুরুল ইসলাম।
ধর্ষণ করার পর মরিয়মের পরিবার কে হুমকি দেয় জদি তারা আইনের আশ্রয় নেয় তাহলে মরিয়ম কে মেরে বাথরুমে রাখবে।ঘটনা জানা জানি হলে গ্রামবাসীরা বলে তাদের নিয়ে বৈঠক বসা হবে এবং বিচার করা হবে আজ রাতে বৈঠক বসার কথা ছিল ভিকটিম উপস্থিত হইলেও ধর্ষক অর্ধেক রাস্তায় এসে পালিয়ে যায়।বর্তমান পুলিশকে খবর দেওয়ায় কাহালু থানার ওসি ভিকটিমের বাসায় যায় এবং তথ্য নেয়।
মেয়েটার যখম হয়ে খুব ভয়াবহ অবস্থা হয়েছে।এই ঘটনাটি ঘটেছে কাহালু পাইকড় ইউনিয়ন আড়োলা বাজারে দদি সাগর আবাসন প্রকল্পের ভিতরে, ধর্ষকের নাম নুরুল ইসলাম।এখন পয়ন্ত কোন মামলা হয়নি, তবে মামলার প্রস্ততি চলছে।