শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
14 Mar 2025 06:30 pm
![]() |
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির অস্থায়ী কার্যালয়ে উক্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সদস্য সচিব আব্দুস সামাদ বেপারী বলেন, গত ১৪/১/২০২৫ ইং তারিখে এক সাংবাদিক সম্মেলনে ভুল বুঝাবুঝির কারণে শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব নূরুল হক মিয়ার বিরুদ্ধে আমি কিছু অভিযোগ করে ছিলাম, কিন্তু তা প্রমাণ করতে পারি নাই।তাই আমরা সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়েছে আমি উক্ত বক্তব্য প্রত্যাহার করিলাম।আজ থেকে আমাদের মধ্যে আর কোন ভুল বুঝাবুঝি রইলো না।আমরা শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন, দলিল লেখক আলহাজ্ব নুরুল হক মিয়া, বি এম মকবুল হোসেন, আব্বাস কোতোয়াল, মোঃ সাগির ভূইয়া, মফিদুল ইসলাম পাহাড়, এমদাদ সরদার, সাগর মুন্সি, মোয়াজ্জেম মোল্লা, সেন্টু মৃধা, রুহুল আমিন তালুকদার, আব্দুল বাতেন মুন্সি, আলী ভেন্ডার প্রমূখ।
উল্লেখ্য, গত ১৪/১/২০২৫ ইং তারিখে এক সাংবাদিক সম্মেলনে আব্দুস সামাদ বেপারীর দেয়া বক্তব্য প্রত্যাহাহের জন্য ১৩ মার্চ ২০২৫ উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।