মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
12 Mar 2025 12:44 am
![]() |
রসুল খন্দকার,বগুড়া জেলা প্রতিনিধিঃ- বগুড়া শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ মার্চ ) দুপুর ১২টায় তাদের আদালতের পাঠানো হয়।এর আগে শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের রংপুর মর্ডান মোড়, দিনাজপুরের হাকিমপুর, বগুড়া সদর ও শিবগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ থানার রিপন মিয়া, লিটন মিয়া ও মুক্তার হোসেন, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দেলোয়ার হোসেন, বগুড়া জেলার কাহালু থানার ইউনুছ আলী, নওগা জেলার রানীনগর থানার ময়নুল প্রাং, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মোমিনুল ইসলাম, রংপুর জেলার মিঠাপুকুর থানার দুলাল মিয়া,গাজিপুর সদর থানার বেলাল হোসেন, জয়পুরহাট জেলার কালাই থানার রাসেল, বগুড়া সদর থানার এনামুল হক ও আব্দুল বারী।
অভিযানে অংশ নেওয়া শিবগঞ্জ থানার এসআই আল- মামুন জানান, গরু চুরির ঘটনায় রিপন নামের যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলে তার দেওয়া তথ্য মতে বাকী ১১জনকে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, বাংলাদেশ দন্ড বিধির ৪৪৭ ও ৩৮০ ধারায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের দেওয়া তথ্য মতে একটি মিনি ট্রাক ও ২টি ষাঁড় গরু উদ্ধার করা হয়।