মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
11 Mar 2025 08:59 am
![]() |
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:-কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় ওয়ার্ড আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত রঞ্জু চন্দ্র মোহন্ত উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। সোমবার (১০ মার্চ) গ্রেপ্তারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রবিবার রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের মৃত নিত্যানন্দ মহন্তর ছেলে রঞ্জু চন্দ্র মোহন্ত (৪৫) কে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।