রবিবার, ০৯ মার্চ, ২০২৫
10 Mar 2025 02:23 am
![]() |
নারী বধূ সে তো বিধাতার অনন্য সৃষ্টি.
এরা বুকের মধ্যে হাজার কষ্ট লুকিয়ে হাসতে পারে.
এক পাহাড় কষ্ট লুকিয়ে অবলীলায় বলতে পারে -
ভাল আছি.
.
কতঞ্জ অন্ধকার নারীর ভেতর.
নারী জীবনের দুঃখ কষ্ট বেদনা গুলো নারীর রান্না ঘরের তাকে সাজানো নুন তেল মরিচের বয়াম গুলোর মতোই মুখবন্ধ করে স্তরে স্তরে পরিপাটি করে সাজানো.
নারীর ভঙ্গুরতা প্রকৃতির মতোই ভঙ্গুর,শ্বাশত.
আত্মঘাতী স্বপ্নগুলো কত মোহনীয়.
.
নারীর বুকের দুই ইঞ্চি গভীরেই হৃদয় যন্ত্র.
সেই হৃদয়ে কান চেপে কেউ শোনেনি কখনো তার চাঁপা কান্নার শব্দ.
সেই হৃদয় জ্বলে পুড়ে ছাড়খার হলেও বাহিরে ধোঁয়া উঠে না.
.
প্রত্যেক নারীই খড় কুটোর মতো করে একটি একটি করে প্রয়োজনীয় জিনিস কুড়িয়ে সাধের সংসার কানায় কানায় পূর্ণ করে.
এটাই নারী বৈশিষ্ট্য.
.
সেই কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে শুরু হয় নারীর কর্মব্যস্ততা.
ঘরকন্নার কাজ করা,সকলের চাহিদা মতো খাবার বানানো.
কাপড় চোপড় পরিস্কার করা,সবার ফাই ফরমাশ খাটা.
পরিবারের সবাইকে খুশি রাখার কত চেষ্টা.
সেই নারী যদি চাকুরী করা নারী হয় তবে তার দায়িত্ব আরোও দ্বীগুন.
সংসারের সব কিছু সামলে নিয়ে,স্বামী সন্তান, পরিবারের অন্য সদস্যদের দায়িত্ব পালন করে পড়ি মড়ি করে কর্মস্থলে উপস্থিত হওয়া.
সেখানে অফিসের বস,কলিগ সবার সাথে মন জুগিয়ে চলে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করা.
অফিস শেষে ক্লান্ত দেহমনে বাড়ি ফেরা.
বাড়ি ফিরে বিশ্রাম না নিয়েই সংসারের অযশ্র কাজ শেষ করা.
এই ব্যস্ততা, ক্লান্তি নিয়েও সবার সাথে হাসি মুখে কথা বলা.
এ সব কিছু মানিয়ে গুছিয়ে নেয়াই একজন নারীর নিত্য জীবন..!
বিচিত্র মানুষ তার চেয়ে বিচিত্র মানুষের মন.
এই বিচিত্র মনের মানুষগুলোর সাথে মানিয়ে চলাটাও বড় কঠিন, তবুও চেষ্টার পর চেষ্টা.
এতে কোন কোন নারী ভাগ্যক্রমে সফল হয় বেশীরভাগ নারীই শেষ পর্যন্ত আর কুলিয়ে উঠতে পারে না.
.
এসব কিছুর জন্য নারীর নির্ভরতার একটা জায়গা দরকার.
অনেক মেয়েরই এই নির্ভরতার জায়গা থাকে না.
নির্ভর করার মানুষটি তাকে বোঝে না কিংবা বুঝতে চায়না, কিংবা বুঝতে চেষ্টাও করে না.
আমাদের এই সংসারের মানুষ গুলো মনে করে এই সবই নারীর উপর বাধ্যগত দায়িত্ব .
.
নির্ভরতার মানুষটিও যখন আপন থাকে না তারপরেও সম্পর্ক থেকে বেড়িয়ে আসা যায় না সেই সব মানুষগুলোর জন্য যারা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে তাদের জন্য.
কারন একজন নারী শুধু বধূ নয়, শুধু মাত্র একটা সম্পর্কে জড়িয়ে থাকে না.
একজন নারী কারোও কন্যা , কারোও বধূ, কারোও মা,পুত্র বধূ,কারোও ভাবী,চাচী, কারোও বোন.
একজন নারী অনেকেরই স্নেহ ভালবাসার আশ্রয়.
এই স্নেহের আঁচলে জড়িয়ে থাকা মায়াজাল ছেঁড়া বড় কঠিন.
এ জাল চাইলেই ছিন্ন করা যায় না.
.
এতো কিছুর আড়ালেও নারীর বুকের মাঝে জমাট বাঁধা নিজস্ব কিছু চাহিদা থাকে.
থাকে কিছু স্বপ্ন.
নিজের একটা গোপন পৃথিবী থাকে.
কিন্তু নারীর সব চাওয়া পাওয়া,ভাললাগা মন্দলাগা চাপা পড়ে যায় অন্যের ভাললাগা না-লাগায়.
এর পরেও পরিবারের সবার হাসি আনন্দের জন্য যে মানুষটি তার জীবনের সব হাসি আনন্দ চাওয়া পাওয়া ত্যাগ করতে পারে সে একজন নারী ( একজন মা).
.
নারীর নিজের ভেতরের আত্মচিৎকার কেউ শোনে না.
কেউ অনুভব করে না.
সংসারে অবহেলিত নারীদের দুঃখ বেদনা হয়তো কেউই অনুভব করতে চায়ও না.
.
কী আশ্চর্য এই নারী .!
বিধাতার এক আশ্চর্য সৃষ্টি ..!
পরিবারে স্বামী নামক নির্ভরতার মানুষটির থেকে, অন্যদের থেকে নিয়ত মানসিক শারিরীক নির্যাতনের শিকার হওয়া নারীও সোনার অলঙ্কারে নিজেকে সাজিয়ে গুছিয়ে.
কপালে ইয়া বড় লাল টিপ দিয়ে , সিঁথিতে লাল রঙের শুভ সিঁন্দুর দিয়ে স্বামীর মঙ্গল কামনা করে.
খোঁপায় রক্তজবা গুজে দিয়ে বলতে পারে - ভাল আছি,সুখে আছি !
এখানেই মনে হয় ঠিক - "নারী ছলনাময়ী,এগুলোই হয়তো নারীর ছলা-কলা"
.
হ্যাঁ সত্যিই সবার মুখে হাসি ফোটাতে,সবার মন জুগিয়ে চলতে নারীকে যে কত ছলা-কলা,কত ভূমিকায় অভিনয় করে যেতে হয়
প্রত্যেকটি নারীই জানে সে বেদনা.
মেয়েরা মেয়ে হয়েই থাকে চিরকাল মানুষ হতে পারে না কখনও..!
আহারে নারী ..!
আহারে নারী জীবন..!
লেখক: ফৌজিয়া হক বিথী সহকারী শিক্ষক বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়