রবিবার, ০৯ মার্চ, ২০২৫
09 Mar 2025 07:11 pm
![]() |
শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর:-দিনাজপুর জেলার ঘোড়াঘাটে শব্দপ্রেমী সাহিত্য সংসদের আয়োজনে গাইবান্ধা,সাঘাটা,সুন্দরগন্জ,পলাশবাড়ী, গোবিন্দগন্জ সহ ঘোড়াঘাটের প্রবীন ও নবীন কবিদের অংশগ্রহনে স্বরচিত কবিতা পাঠ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে আলোর দিশারি বিদ্যালয় চত্বরে শব্দপ্রেমী সাহিত্য সংসদের সভাপতি সাবেক প্রকৌশলী আবদুল হাদীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফিরোজ কবীরের উপস্থাপনায় এক আলোচনা সভায় রংপুরের পীরগন্জ হতে আগত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুলতান আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ হতে আগত বক্তব্য রাখেন কবি নাসরিন সুলতানা রেখা,কোহিনুর আখতার,মাসুম আলী শাহ প্রমুখ।
আলোচনা শেষে আমন্ত্রিত কবি গন তাদের স্বরচিত কবিতা পাঠ করেন কবি এমদাদুল হক,তুহিন,নাসরিন সুলতানা,কহিনুর আখতার, মোকশেদ আলী,সুলতান মাহমুদ, জিনাত,আনোয়ার হোসেন ডাবলু সহ প্রমুখ।কবি পাঠের পর কবি এমদাদুল হক রচিত "বিধ্বস্ত সখিনা " বইয়ের মোরক উম্মোচন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শব্দপ্রেমী সাহিত্য সংসদের সহ সভাপতি মোখলেছুর রহমান সওদাগর,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম সহ প্রমুখ।পরিশেষে উপস্থিত সকলেই এক ইফতার মাহফিলে অংশ গ্রহন করে।