রবিবার, ০৯ মার্চ, ২০২৫
09 Mar 2025 06:41 pm
![]() |
মামুন রশিদ বগুড়া:- বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে শহরের বৌবাজার নাজ হোটেলে সংগঠনের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজাদ হোসেন তালুকদার ও কোষাধ্যক্ষ হরি বাহাদুর এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বগুড়া ইয়ূথ কয়্যার এর কিংবদন্তি আঞ্চলিক গানের প্রবর্তক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌফিকুল আলম টিপু, সূর্যোদয় ব্যায়াম সংঘের আবুল কালাম,মাহবুবুর রহমান,হায়দার আলী,জীবন নেছা,শামীম আহমেদ, ডাঃ বাহালুল আলম বাদল,ডাঃ কিশোর কুমার,জাহাঙ্গীর হোসেন, আব্দুল হক,অজিদ,রোজিনা,তাইজুল, মাসুদ, বিমল, নিরাপদ, আব্দুল আজিজ,আব্দুল হান্নান,নাফিজুর রহমান তুহিন,রনি,নাজমা আক্তার,বেবি খাতুন,ডলি,ইসরাত জাহান শাপলা,ফরিদা আক্তার, ফজিলা বেগম,কোহিনুর বেগম, চম্পা খাতুন,আরিফাতুল,তাসলিমা, রুবি,বেবি খাতুন, গোলাপি,মিনা প্রমুখ।ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।