বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫
07 Mar 2025 05:26 am
![]() |
সদর প্রতিনিধি:-বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করেছেন বগুড়া জেলা যুবদল।
বৃহস্পতিবার বিকেলে শহরে তিনমাথা তালিমুল কুরআন সিরাজ উদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান।
এ সময় উপস্থিত ছিলেন এতিমখানার সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু ।সহ-সভাপতি এ্যাডভোকেট এনামুল হক পান্না ,সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক সাজু আহমেদ রবি,সহধর্মবিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, প্রচার সম্পাদক রাশেদ সহ প্রচার সম্পাদক রিপন ও শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন শিবলু, যুবনেতা আব্দুর রাহিম ,আল আমিন সহ নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি বলেন তারেক রহমানের পক্ষ থেকে আমাদের হাত দিয়ে এই ইফতার দিতে পেরে আমরা আনন্দিত ।ইনশাআল্লাহ আমাদের এই আয়োজন চলমান থাকবে তিনি আরো বলেন সামনে ঈদুল ফিতর উপলক্ষে হত দরিদ্র মানুষের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে অতি সামান্য পরিসরে আমরা কিছু উপহার সামগ্রী পৌঁছে দিব ইনশাল্লাহ।