বুধবার, ০৫ মার্চ, ২০২৫
07 Mar 2025 03:12 am
![]() |
উজ্জ্বল রায়,নড়াইল প্রতিনিধি:- নড়াইলে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস। রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নড়াইলে সেনাবাহিনীর সহযোগিতায় বাজার মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসন। এসময় পৌরসভার রূপগঞ্জ বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি জানান, অভিযান চলাকালে নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী এবং সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল।
সংশ্লিষ্টরা জানান, অভিযান চলাকালে দোকানের লাইসেন্স না থাকায় মেসার্স রায় ওয়াচ ও ট্রেডার্সের মালিক শ্যামল রায়কে ৫ হাজার টাকা, পণ্য কেনার ভাউচার না দেখাতে পারায় ফল ব্যবসায়ী তারেক বিশ্বাস ও কাঁচামাল ব্যবসায়ী জাহিদকে যথাক্রমে এক হাজার ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি।