বুধবার, ০৫ মার্চ, ২০২৫
05 Mar 2025 09:01 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার পলাশবাড়ী পৌর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
নিহত জয়ন্ত কুমার রায়ের বাড়ী লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার তেতুলিয়া গ্রামে। তিনি ধরনি কান্তের ছেলে।
৪ মার্চ মঙ্গলবার বিকেলে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। এ দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।