বুধবার, ০৫ মার্চ, ২০২৫
07 Mar 2025 02:54 am
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরের সরিষাবাড়ীতে নামাজে সিজদায় গেলে বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।সোমবার ৩ মার্চ রাত ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে এ ঘটনা ঘটেছে।এ ঘটনায় মসজিদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,সরিষাবাড়ী উপজেলা পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন বরকত আলী মুন্সি। প্রতিদিনের মতো সোমবার মসজিদে গিয়ে এশার নামাজের আজান দেন। এরপর দুই রাকাত সুন্নত নামাজ পড়া শুরু করেন
এ সময় সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়।
বরকত আলী মুন্সি নাতি হাবিব মিয়া জানান, দীর্ঘদিন ধরে পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিনের দ্বায়িত্ব পালন করে আসছিলেন । সোমবার রাতে এশার নামাজের আযান শেষ করে সুন্নত নামাজ পড়তে বসলে সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়।