সোমবার, ০৩ মার্চ, ২০২৫
03 Mar 2025 10:49 pm
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিবেদক:-দিনাজপুরের হাকিমপুরে (হিলি) বিভিন্ন এলাকায় ফ্যামিলি স্মার্ট কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল, চাল ও চিনি পেয়ে খুশি সীমান্তবর্তী নিম্ন আয়ের মানুষজন।
রোববার (২ মার্চ) বেলা ১১ টা থেকে হাকিমপুর (হিলি) বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী অফিসার কামাল হোসেন। বাজারে টিসিবি'র ডিলার আলমগীর হোসেন আলম এসব পণ্য স্মার্ট কার্ডের মাধ্যমে বিক্রয় করছেন।
জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়নে ফ্যামিলি স্মার্ট কার্ডের মাধ্যমে ৫৪০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার তেল ও ১ কেজি চিনি দেওয়া হচ্ছে।