সোমবার, ০৩ মার্চ, ২০২৫
03 Mar 2025 10:58 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৪৫) নিহত হয়েছেন। সোমবার ২রা মার্চ রাত ৮টার দিকে বোনারপাড়া-গাইবান্ধা রুটের ছোট পুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ছোট পুল এলাকায় পৌঁছালে ওই নারী হঠাৎ করেই রেললাইনের ওপর ঝাঁপ দেন এবং মুহূর্তের মধ্যেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে নিহত নারীর সঙ্গে কোনো মোবাইল ফোন বা পরিচয়পত্র পাওয়া যায়নি, যার ফলে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে এবং তার পরিবারের সন্ধান পেতে স্থানীয়দের সহায়তা চেয়েছে।