রবিবার, ০২ মার্চ, ২০২৫
03 Mar 2025 10:42 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:-এশিয়ান লিজেন্ডস লিগে তামিম ইকবালের খেলার ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিতে পারেন নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন সাবেক এই টাইগার অধিনায়ক। তাই লিজেন্ডস লিগে তামিম-সাকিবের মুখোমুখি লড়াই দেখা প্রায় অনিশ্চিতই বলা চলে।
সাবেক ক্রিকেটারদের নিয়ে এ মাসেই শুরু হবে এশিয়ান লিজেন্ডস লিগ। যেখানে তামিম ইকবাল- মোহাম্মদ আশরাফুলরা বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন। এই দুজন ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের হয়ে এক সময় প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা টাইগার্সের স্কোয়াডে আছেন।
এই লিগে বাংলাদেশের সাবেক দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও অলক কাপালি খেলবেন এশিয়ান স্টারসের হয়ে। এশিয়ান স্টারসের বিপক্ষে ১২ তারিখ ম্যাচ খেলবে এশিয়ান টাইগার্সরা। তাই এদিন সাকিব-তামিমের লড়াই দেখতে মুখিয়ে ছিলো ক্রিকেট ভক্তরা।
তবে তামিমের এই আসরে খেলার সম্ভাবনা অনেকটাই কম। আজ রোববার মিরপুরে সাংবাদিকদের তামিম বলছিলেন, ‘আমার এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই যাওয়ার। বিশেষ করে দুটি ম্যাচ খেলার জন্য ওরা অনুরোধ করছে আমাকে। তবে আমার যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।’
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ টাইগার্স ১০ মার্চ সন্ধ্যা ৭টায় খেলবে ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে। ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে টাইগার্সরা খেলবেন। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ হবে এশিয়ান লিজেন্ডস লিগের ফাইনাল।