রবিবার, ০২ মার্চ, ২০২৫
03 Mar 2025 11:40 pm
![]() |
বিনোদন ডেস্ক : দেশের চলমান প্রায় সব ঘটনা নিয়ে কথা বলেন এক সময়ে জনপ্রিয় নায়ক ওমর সানী। বিভিন্ন বিষয়ে নিজের প্রকাশ করেন নিজের মতামত। এবার তিনি কথা বললেন বাজারে সয়াবিন তেলের সংকট নিয়ে।
সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘হঠাৎ করে সয়াবিন তেল উধাও। তার মানে, এখনো আপনাদের হারামিপনা কমে নাই। এই সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নাই।’ সিন্ডিকেট করে যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করেন তাদের উদ্দেশ্যে ওমর সানী বলেন, ‘দয়া করে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না। এগুলো করলে দেখবেন সব হারাতে হবে। কিছুদিন পরে লিভার নাই, কিডনি নাই, ক্যান্সার, বউ নাই, বাচ্চা কেউ নাই।’
এদিকে সানীর সঙ্গে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা। সিন্ডিকেট নিয়ে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘হোক প্রতিবাদসহ গণধোলাই; যেন এই রমজান উপলক্ষ্যে দেশের সমস্ত সিন্ডিকেট ভেঙ্গে চুরমার হয়ে যায়।’ অন্য একজন লিখেছেন, ‘আল্লাহর লানত এদের ওপর।’ তবে সেসবের কোনো জবাব দেননি নায়ক।