শনিবার, ০১ মার্চ, ২০২৫
01 Mar 2025 06:04 pm
![]() |
শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে উক্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর পৌরসভা বিএনপি নেতা সুমন খানের আয়োজনে ও শরীয়তপুর পৌরসভা যুবদল নেতা সুলতান পাহাড়ের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন, সুমন সরদার, রিপন পাহাড়,সজিব শেখ ও সাব্বির পাহাড়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আব্দুস সালাম, সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন খান, শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝি,যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল,সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম রাহুল, বিএনপি নেতা আলী হোসেন তালুকদার,জেলা জাসাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোকন মোল্লা,জেলা জাসাসের সাধারণ সম্পাদক মনজুর হাসান, যুবদল নেতা জয়নাল পাহাড়,মনির হোসেন ফকির, মনির হোসেন হাওলাদার।
উক্ত ফাইনাল খেলায় ক্যানভাস কম্পিউটার চ্যাম্পিয়ন হয় এবং ডোমসার রংধনু স্পোর্টিং ক্লাব রানার্স আপ হয়।অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।অনুষ্ঠানে নানান শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।