শনিবার, ০১ মার্চ, ২০২৫
01 Mar 2025 03:20 pm
![]() |
শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর:-দিনাজপুর জেলার ঘোড়াঘাট কে,সি,পাইলট স্কুল এ্যান্ড কলেজে এস,এস,সি/ ২৫ ইং ব্যাচের শিক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,নবীনবরন ও বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজ চত্তরে সহকারী শিক্ষক সোমা বেগমের ধারা বর্ননায় ও অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌরসভার প্রসাশক ও ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আবদুল আল মামুন কাওসার শেখ।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌরসভার সাবেক প্রসাশক দেলজার হোসেন বিল্লুসহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ছাত্র /ছাত্রীদের প্রতিনিধিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি বৃন্দ বিভিন্ন মেডিকেল কলেজে এম,বি,বি,এস এ ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা সহ শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়,একই সাথে আসন্ন এস,এস,সি শিক্ষার্থীদেরকে বিদায় সংবর্ধনা দেওয়া এবং ৬ষ্ট শ্রেনীতে ভর্তিকৃত ছাত্র/ ছাত্রীদেরকে ফুল দিয়ে নবীনবরন করে নেওয়া হয়। প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি বৃন্দগনদের মাঝে সম্মানা ক্রেস্ট দেওয়া হয়। পরিশেষে অত্র প্রতিষ্ঠানের ছাত্র /ছাত্রীদের অংশ গ্রহনে বার্ষিক ক্রিয়া প্রতিযেগীতায় বিজয়ীর মাঝে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।