শনিবার, ০১ মার্চ, ২০২৫
01 Mar 2025 09:33 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায় গাইবান্ধা রোড উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখা জামায়াতের আয়োজনে মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রংপুর রোড বেলের ঘাট মোরে গিয়ে সমাপ্ত হয়।সেখানে এক সংক্ষিপ্ত পদসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা আমির মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মাওলানা সাখায়াত হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার সাংগঠনিক সেক্রেটারী মাওলানা অধ্যাপক নজরুল ইসলাম লেবু, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি মোঃ আবু তালেব সরকার, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ বেলাল উদ্দিন,৪নং বরিশাল ইউনিয়ন সভাপতি মোঃ শামিম প্রধান সহ জামায়াতের ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।