শনিবার, ০১ মার্চ, ২০২৫
01 Mar 2025 03:16 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:- ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) জামালপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে প্রকৌশলী মো. হাসিবুর রহমান হাসিবকে আহ্বায়ক ও প্রকৌশলী শামীম আহমেদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি। অতিসম্প্রতি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ( ডিইএব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী ইবনে ফজল সাইফুজ্জামান ও মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত কমিটি অনুমোদন করেছেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন। আহ্বায়ক কমিটির অন্যান্যরা
হলেন যথাক্রমে- সিনিয়র যুগ্মআহ্বায়ক প্রকৌশলী আল-আমিন,যুগ্মআহ্বায়ক প্রকৌশলী রাসেল মাহমুদ রিপন, প্রকৌশলী মোঃ হানিফ আকন্দ,প্রকৌশলী মোঃ মশিউর রহমান,সিনিয়র সদস্য সচিব প্রকৌশলী মোঃ এনামুল হোসেন, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী ইয়াসির আরাফাত,যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মোঃ জুবায়ের হোসেন সুজন,প্রকৌশলী আতিকুর রহমান পলাশ,সদস্য সাংগঠনিক প্রকৌশলী মোঃ রাজু আহমেদ,সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন,প্রকৌশলী মনিরুজ্জামান নিলয়,প্রকৌশলী মোঃ রিপন,প্রকৌশলী আল-মামুন, প্রকৌশলী তরিকুল ইসলাম, প্রকৗশলী সংগ্রাম মাহমুদ রুবেল,প্রকৌশলী বাহাদুর ইসলাম, প্রকৌশলী তাওহিদুল ইসলাম সিমান্ত, প্রকৌশলী শ্রী সুজন কুমার দাস ও প্রকৌশলী তারেকুল ইসলাম।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) জামালপুর জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান হাসিব বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারিগরি শিক্ষার টেকসই উন্নয়ন ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে কাজ করবে এই কমিটি।
ডিইএব জামালপুর জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার শামীম আহমেদ বলেন ,গত- ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বাংলার আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যুব সমাজের আইকন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র রুখে দিয়ে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে স্বৈরাচার মুক্ত করে তার কমিটি শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারন করে দেশ, জাতি এবং ডিপ্লোমা প্রকৌশলীদের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
জানাগেছে,ডিইএব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনুমোদিত ২২টি পেশাজীবি সংগঠনের মধ্য একটি অন্যতম পেশাজীবি সংগঠন।জাতীয়তাবাদী সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এক প্লাটফর্মে আনার জন্য দুইটি ভিন্ন সংগঠনকে একত্রিত করে ২০১১ সালের ৭ মে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) গঠন করেন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জেলা কমিটি থেকে তৃনমুল পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কেন্দ্রিক কমিটি রয়েছে,এর ধারাবাহিকতায় জামালপুর জেলা ডিইএব কেন্দ্রীয় কার্যালয়ে ডিইএব কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জামালপুর সকল পর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলীদের মতামতের ভিত্তিতে প্রকৌশলী মোঃ হাসিবুর রহমান হাসিব আহ্বায়ক ও প্রকৌশলী মোঃ শামীমকে সদস্য সচিব করে জামালপুর এর সকল উপজেলার জাতীয়তাবাদী ডিপ্লোমা প্রকৌশলীদের সমন্বয়ে ২১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিটি গঠন করা হয়।
শাহ আলী বাচ্চু
জামালপুর