শনিবার, ০১ মার্চ, ২০২৫
01 Mar 2025 05:30 am
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:- বগুড়ায় শহীদ খোকন পার্কে শহীদ মিনার চত্বরে জাসাস জেলা শাখার আয়োজনে অমর একুশে বইমেলা ২০২৫ এর শেষ দিনে গাবতলীর কদমতলী ঐকতান সাংস্কৃতিক সংসদের সংগীত পরিবেশন মুগ্ধ হয়ে উপভোগ করেছে মেলা আগত দর্শকরা।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।বিকেল ৪টা থেকে সংগীত পরিবেশন করে কদমতলী ঐকতান সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।তারা মাগরীবের আগপর্যন্ত সংগীত পরিবেশন করে। তাদের সংগীত পরিবেশন মুগ্ধ হয়ে উপভোগ করেন মেলায় আগত দর্শনার্থীরা।
জানা যায়, জানা যায়,বগুড়া জেলা জাসাসের আয়োজনে এবারই প্রথম বই মেলা অনুষ্ঠিত হচ্ছে।শহীদ মিনার চত্বরে গত ২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় বইমেলার উদ্বোধন করা হয়।৯ দিনব্যাপী অমর একুশে বইমেলায় প্রায় ৪৫টি স্টলে দেশি বিদেশী লেখক,কবি প্রাবন্ধিক,কথাসাহিত্যিকদের বই নিয়ে এসেছেন প্রকাশকরা।
উদ্বোধনের শুরুর দিন বিকেল থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বিকেলে কদমতলী ঐকতান সাংস্কৃতিক সংসদের সভাপতি আব্দুর রউফ প্রিন্স ও সাধারণ সম্পাদক তপন কুমার রায়েী পরিচালনায় একুশের গান, দেশাত্মবোধক,ফোক, বাউল ও আধুনিক গান পরিবেশন করেন কামরুল ইসলাম,চম্পা রানী, মিথুন দাস, সিমন অধিকারী, হিসাম, আব্দুল বারী, আব্দুল হান্নান হিরু,অখিল,সুমন,সৌরভ, রুপক সহ আরও অনেকে।প্রায় রাত ১১টা অব্দি সংগীত পরিবেশন বগুড়ার বিভিন্ন সংগীত শিল্পী ও সংগঠনগুলো।
জাসাস বগুড়া জেলা শাখার আহবায়ক ওয়াহিদ মুরাদ জানান, জাসাস বগুড়া জেলা শাখা এবারই প্রথম বগুড়ায় অমর একুশে বইমেলা শুরু করেছে।প্রতিবছর বগুড়ায় জাসাস বইমেলা আয়োজন করবে।প্রতিদিন বইমেলায় আগত দর্শনার্থীদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।যেখানে বগুড়ার প্রথিতযশা সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নিচ্ছে। খুবই আনন্দ উৎসবের মধ্যে দিয়ে বইমেলা অনুষ্ঠিত হয়েছে।