শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
28 Feb 2025 05:32 am
![]() |
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম:- কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক গৃহবধূ (২০) সংঘবদ্ধ ‘ধর্ষণের’ শিকার হয়েছেন।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ভোর রাতে ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গৃহবধূর অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর সাথে মইনুল হক (২২) নামে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার রাতে স্থানীয় একটি ইউক্যালিপ্টাস বাগানে মইনুলের সাথে দেখা করতে যান ওই গৃহবধূ। কিন্তু মইনুল তার আরেক সহযোগী ইয়াকুবের (২৫) সাথে যোসাজস করে আরও ৫ যুবককে সাথে নিয়ে ধর্ষণের পরিকল্পনা করে। মঙ্গলবার রাতে গৃহবধূ মইনুলের সাথে দেখা করতে গেলে ৭ যুবক মিলে গৃহবধূকে ‘ধর্ষণ’ করে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বুধবার ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে মইনুল ও ইয়াকুব সহ ৫ যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপর তিন আসামি হলেন, হাসানুর রহমান (২১), সোহেল রানা (২২) ও লাল মিয়া (৪২)। অভিযুক্ত অপর দুই আসামি হলেন আতিয়ার রহমান (৩৭ ও আল আমিন (২১)। আসামিরা সবাই ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুনুর রশীদ জানান, অভিযুক্ত আসামিদের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।