শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
28 Feb 2025 05:33 am
![]() |
শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫ সনের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষ্যে বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সামনে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথ বাক্য পাঠ করান, অনুষ্ঠানের প্রধান অতিথি শরীয়তপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সোলায়মান।
অনুষ্ঠানে শপথ নেন, বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত ও সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, সাধারণ সম্পাদক পদে অ্যাড. কামরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মোঃ জালাল আহমেদ সবুজ, সহ-সভাপতি অ্যাড. ড. আমিনুল ইসলাম, যুগ্ম-সম্পাদক অ্যাড. সেলিম আহমদ,সহ-সাধারণ সম্পাদক অ্যাড. এনামুল হক এনাম,অর্থ-সম্পাদক অ্যাড.মোঃ রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক-সম্পাদক অ্যাড. এইচ,এম লোকমান হোসাইন, অডিট-সম্পাদক অ্যাড. জাফর ইকবাল মাসুদ,কার্যনির্বাহী সদস্য অ্যাড. মোঃ সাখাওয়াত হোসেন মোল্যা,অ্যাড.মোঃ মাহবুবুর রহমান স্বপন, অ্যাড. মোঃ জাকির হোসেন অলুকদার, অ্যাড. জয়নাল আবেদীন, অ্যাড. মুনিরা আক্তার।এছাড়াও শপথ নেন, গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত ও সমিতির নবনির্বাচিত লাইব্রেরী-সম্পাদক অ্যাড. মোঃ জাকির হুসাইন।
অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ হাফিজুর রহমান (বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ,বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল,শরীয়তপুর।), মোঃ আবুল বাশার মিঞা, (বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর।), মোঃ শফিকুর রহমান কিরণ (সভাপতি,শরীয়তপুর জেলা বিএনপি ও সাবেক সংসদ সদস্য),আল নোমান (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর)।
সভাপতিত্ব করেন, অ্যাড মোঃ হানিফ মিয়া, সভাপতি, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি। উপস্থাপনায় ছিলেন, অ্যাড. মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক,শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ সহ রাজনৈতিক দলের নেতাকর্মী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য,সস্প্রতি শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ পদে বিএনপি-গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১৪ টি পদে বিএনপি সমর্থিত প্রার্থী এবং ১ টি পদে গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়।