বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
28 Feb 2025 05:09 am
|
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত বুধবার বগুড়ার কাহালুর পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বার্র্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা প্রামানিক।
উক্ত বার্র্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, কালাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর সবুর খান, পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, কাহালু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কালাম আজাদ তালুকদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভবাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।