বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
27 Feb 2025 03:42 am
![]() |
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি :- নওগাঁ সদর উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা- প্রতিষ্ঠানের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন ও হাইজিন সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে সদর উপজেলা কনফারেন্স রুমে অবহিতকরণ সভার আয়োজন করে ব্রাক ওয়াশ কর্মসূচি।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন। সভায় ব্রাকের জেলা সমন্বয় স্বপন কুমার মিস্ত্রি, ব্রাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থা মো: সাজ্জাদ হোসেন, টেকনিক্যাল অফিসার মো: ইয়াসির আরাফাত, প্রোগ্রাম অর্গানাইজার মো' মাহাবুব মিয়া, শান্তনা বৈরাগী, উম্মে কুলসুমসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষকসহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন ও হাইজিন সম্পর্কে সবাইকে সচেতন করা হয়।এবং নারীদের মাসিককালীন স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়৷